• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই : শেখ হাসিনা সহজে এলডিসি উত্তরণে সুইডেনের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না’ অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছি সরকার শিক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিক করেছে: প্রধানমন্ত্রী অনেক হিরার টুকরা ছড়িয়ে আছে, কুড়িয়ে নিতে হবে বারবার ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আ. লীগ নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ ভারতের সঙ্গে বাংলাদেশের ১০ চুক্তি সই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা হাসিনা-মোদী বৈঠক আজ সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান

স্মার্ট বাংলাদেশ গঠনে খেলাধূলা ও শিক্ষায় শিক্ষিত হওয়ার আহব্বান

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন-মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা সকল দিক থেকে যদি উন্নতি না করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আধুনিক শিক্ষায়, আধুনিক খেলাধূলায় এবং যদি স্মার্ট না করতে পারি তাহলে আমরা কিন্তু উন্নত বাংলাদেশের প্রতিযোগিতায় যেতে পারবো না।

শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরে মাহমুদ হাসান খান (সংগ্রাম) স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, নব নির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার হাসান রানা খান প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, শুক্রবার বিকেলে শিবচর হাতির বাগান মাঠে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের আয়োজনে মাহমুদ হাসান খান (সংগ্রাম) স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন। ১০ টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব বনাব ভেন্নাতলা একাদশ অংশগ্রহন করে। খেলায় ভেন্নাতলা একাদশকে হারিয়ে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সজলকে ম্যান অব দ্যা ম্যাচ, শামীম ম্যান অব দ্যা টুর্নামেন্ট, আকাশ সেরা ব্যাটস ম্যান ও শামীমকে সেরা বোলার ঘোষনা করা হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, আমরা চাই খেলাধূলা, পড়াশোনাসহ সকল বিষয়ে যেন শিবচর এগিয়ে যেতে পারে। শিবচরে খেলাধূলার জন্য অনেক প্রকল্প হচ্ছে। এর মধ্যে শেখ রাসেল স্টেডিয়ামের কাজ চলছে। ৫০ কোটি টাকা ব্যয়ে আমাদের একটি ইনডোর স্টেডিয়ামের অনুমোদন হয়েছে। যেখানে সকল রকমের সুযোগ সুবিধা থাকবে। এছাড়াও মরহুম ইলিয়াস চৌধুরী ক্লাবের ভবন নির্মানের কাজ শুরু হয়েছে। ভবন নির্মান শেষ হলে এখানে খেলোয়াড়দের থাকা, খাওয়াসহ সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে।