• সোমবার ০৮ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২৪ ১৪৩১

  • || ৩০ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
দ্বিপক্ষীয় সফরে চীনের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ সর্বজনীন পেনশনে যুক্ত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেখ হাসিনার পড়াশোনা নষ্ট করে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির টেকসই উন্নয়ন ত্বরান্বিতে কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে হবে সরকারের কৃষিবান্ধব নীতির ফলে টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে এমডি পদের জন্য এত লালায়িত কেন, কী মধু আছে: প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত তাদের খবরদারির মানসিকতা বদলে দিয়েছে: প্রধানমন্ত্রী নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী

ভালো কাজের জন্য রাজনীতিবিদরা স্মরণীয় হয়ে থাকেন

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কিছু মানুষ মারা গেলেও কর্মগুণে বেঁচে থাকেন। এটা একজন রাজনীতিবিদের অর্জন। আর যারা হত্যা-খুনের রাজনীতি করেন, তাদের আল্লাহ ক্ষমা করেন না।

রাজনৈতিক দলের মতানৈক্য থাকতে পারে। কিন্তু ভালো কাজের জন্য সবাইকে ঐকমত্য থাকতে হবে।

ভোলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে  মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ মরহুম মোফাজ্জল হোসেন শাহীনের স্মরণে আয়োজিত সমাবেশে এ কথা বলেন মন্ত্রী।

দলের জন্য নিবেদিত মোফাজ্জল হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার জানাজায় সব দলের নেতাদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেয়ার প্রসঙ্গ তুলে ধরে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন, একজন ভালো মানুষের এটাই অর্জন।

বর্তমানে রাজনীতিতে অনেকে আসে, যাদের মধ্যে সৌজন্যবোধ থাকে না। অন্যকে আপন করে নেয়ার গুণ থাকতে হয় রাজনীতিবিদদের।

সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সহসভাপতি দোস্ত মাহামুদ, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোকতার হোসেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মনজুর আলম খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমানসহ জেলার কয়েক হাজার দলীয় নেতাকর্মীর পাশাপাশি সর্বস্তরের মানুষ।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক জানান। রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

১৯৮০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তার ২ ছেলে রয়েছে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সোমবার জানাজায় মরহুমের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।