• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নিতে নির্দেশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

পদ্মা ও যমুনা সেতু বাদে সড়ক, মহাসড়ক, ব্রিজ, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, ফেরিতে চলাচলের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কোনো গাড়ি থেকে টোল বা চার্জ আদায় বা আরোপ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিটে প্রাথমিক শুনানির পর সোমবার (১ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিভিন্ন সময়ে ফায়ার সার্ভিসের টোল দেওয়া নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয়।

এটি জানার পর ফায়ার সার্ভিসের গাড়িকে টোলমুক্ত রাখতে গত ৬ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের চেয়ারম্যান ও সচিব বরাবর আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।

সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. মনির উদ্দিন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রুলে সড়ক, মহাসড়ক, ব্রিজ, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, ফেরিতে চলাচলের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গাড়ি থেকে টোল বা চার্জ আদায় বা আরোপ কেন বে-আইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট।

আইনজীবী মো. মনির উদ্দিন বলেন, সড়ক-মহাসড়ক, ব্রিজ, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, ফেরি, টানেলে চলাচলে রাষ্ট্রপতি ছাড়া সবাইকে টোল দিতে হয়। কিন্তু ফায়ার সার্ভিস মানুষের জানমাল রক্ষায় কাজ করে থাকে। তাদের গড়ি চলাচল নির্বিঘ্ন হওয়া দরকার। কিন্তু টোল আইন, ১৮৫১, কক্সবাজারের জন্য প্রণীত ১৯৮৫ সালের সড়ক ও জনপথ (সওজ) টোল আইন, ২০১৪ সালের টোল নীতিমালা এবং চলতি বছর ২৬ জুন গেজেট আকারে প্রকাশিত টোল নীতিমালা, ২০২৪ (সংশোধিত) এর কোথাও ফায়ার সার্ভিসের গাড়িকে টোলমুক্ত রাখা হয়নি। বরং টোল না দিলে শাস্তি ও জরিমানার বিধান আছে। এসব যুক্তি শোনার পর আদালত রুলসহ আদেশ দিয়েছেন। পদ্মা সেতু আন্তর্জাতিক চুক্তিতে করা। তাই সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করেনি।