• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

লিথুয়ানিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করার অনুরোধ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি লিথুয়ানিয়ার কৃষি খাত এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেন। এছাড়া বাণিজ্য ইস্যুতে দেশটির ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

লিথুয়ানিয়ায় পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূতকে অনুরোধ করেন, যাতে শিক্ষার্থীরা সহজে দেশটিতে তাদের ভিসা পেতে পারে। তিনি আইসিটি সেক্টরে সহযোগিতা এবং লিথুয়ানিয়ান ফিনটেক কোম্পানির জন্য দক্ষ আইটি পেশাদার নিয়োগের পরামর্শ দেন।

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশংসা করে রাষ্ট্রদূত মিকেভিকিয়েনি লিথুয়ানিয়া বাংলাদেশের সঙ্গে কৃষির ক্ষেত্রে বিশেষ করে শস্য, জ্বালানি এবং আইসিটি খাতে বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি লিথুয়ানিয়ায় পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করার বিষয়ে আশ্বাস দেন। এছাড়া তারা দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ পরামর্শক সভা করার জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সম্মত হয়েছেন।