• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ের বিকল্প নেই : নাহিম রাজ্জাক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের পথযাত্রা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইয়াং বাংলার কেন্দ্রীয় আহ্বায়ক ও শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক এমপি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার উঠেছে। বিগত যেকোনো সরকারের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্টোরেলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

সোমবার রাজধানীর পল্টনে ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকা আয়োজিত এক মতিবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন- ডামুড্যা উপজেলা যুবকল্যাণ ট্রাস্টের সভাপতি আসাদুজ্জামান আজম।

সভায় সাবেক মন্ত্রী, আধুনিক শরীয়তপুরের রূপকার আব্দুর রাজ্জাকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন- ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রশীদ গোলন্দাজ, জেলা পরিষদ সদস্য গোলাম রাব্বানী শাকিল।

সিনিয়র সহ-সভাপতি ফারুক আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাদবর, সহ-সভাপতি রেজাউল করিম গনি, সদস্য বোরহান উদ্দিন, ডামুড্যা উপজেলা সমিতি নেতা মুজিবুর রহমান প্রমুখ।

নাহিম রাজ্জাক এমপি বলেন, আওয়ামী লীগ উন্নয়ন রাজনীতি করে, আদর্শিক রাজনীতি। বিগত সাত বছরে ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জে ৪৭৬ কোটি টাকার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। ১৯২টি ব্রিজ নির্মিত হয়েছে। ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ হয়েছে। এমন কোনো গ্রাম নেই সেখানে রাস্তা করা হয়নি। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় বলেই এসব সম্ভব হয়েছে। তাই দেশের ও নিজেদের উন্নয়নের ভাগ্যযাত্রা অব্যাহত রাখতে ৩০ তারিখ নৌকা ভোট দিতে হবে।