• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

নির্বাচনে ছাত্রলীগকে ভ্যানগার্ডের ভূমিকায় থাকতে হবে

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

আগামী নির্বাচনকে জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিল অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।’

আজ সোমবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘ছাত্রলীগ আছে বলেই দেশ বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন হবে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শক্তির নির্বাচন। এই নির্বাচনে ভোটারদেরকে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। বলতে হবে, আওয়ামী লীগ জিতলেই এবার বাংলাদেশ জিতে যাবে। এই নির্বাচনে আমাদের বিজয়ের বিকল্প নেই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই ছাত্র সমাজ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠিক সেভাবেই ছাত্র সমাজকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।’

খালিদ বলেন, ‘২০০৮ সালে তরুণ ভোটাররাই আওয়ামী লীগকে দলে দলে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। এবারও এ তরুণ সমাজকে ছাত্রলীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্রলীগকে অধিক জ্ঞান ও সুশিক্ষা অর্জন করে এই ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে হবে। মেধাহীন ছাত্র সমাজ, অস্ত্র-নির্ভর জঙ্গিবাদের জনপদ ছাড়া কিছুই উপহার দিতে পারে না।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান ছাত্রদের হাত থেকে বই, খাতা, কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দিয়েছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের হাতে সেই বই খাতা ফিরিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সারা দেশে মনোনয়ন বাণিজ্য করে দলকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে। যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গুলশান ও নয়াপল্টনে। তারা ক্ষমতায় থাকতে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। প্রধানমন্ত্রী সেই সম্পদ ফিরিয়ে এনেছেন।’

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পার্থ সরকারের সভাপতিত্বে সভায় সংগঠনটির নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। সভা শেষে খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।