• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

আমি অভিভূত-আনন্দিত : কাদের

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

এলাকার উন্নয়নের কথা তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার থেকে ভোট চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কবিরহাটে নিজ নির্বাচনী নোয়াখালী-৫ আসনে আয়োজিত এক পথসভায় এ ভোট চান কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ আমি আপনাদেরকে দেখে অভিভূত এবং আনন্দিত। আপনারা আমাকে ভোট দিয়েছেন বলে বাংলাদেশ সংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলেছি। এই অঞ্চলে ১০০ ভাগ বিদ্যুাতয়ন করেছি, রাস্তাঘাটে উন্নয়ন করেছি। আপনারা ভোট দিয়েছেন বলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পেরেছি। আজ আবার আপনাদের কাছে আমার সততা ও কাজের মূল্যায়নে ৩০ ডিসেম্বর ভোট চাইতে এসেছি।’

উপস্থিত জনতাদের উদ্দেশে কাদের বলেন, ‘আপনাদের বিধবা ভাতা চালু করেছি। মৃত্যুকালীন ছুটির ব্যবস্থা করেছি। দেশ আজ ডিজিটাল হয়েছে। ১৬ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল ব্যবহার করে। ইউনিয়ন পরিষদগুলো ডিজিটাল করা হয়েছে। আগে আমরা স্যাটেলাইট ভাড়া করে ফুটবল ও ক্রিকেট খেলা দেখতাম, আজ নিজেদের স্যাটেইটেলাইরে ম্যাধমে ফুটবল ও ক্রিকেট খেলা দেখছি।’ 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি ভাইদেরকে বলি, মওদুদ আহমদ এলাকায় অবহেলিত রেখেছিল। আজ উন্নয়ন দেখে ভোট দেন। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে ৭০ ভাগ শেষ করেছি, মেট্রোরেল চালু করতেছি। আজ এই অঞ্চলের মানুষ সুখে আছে।’

অনুষ্ঠানের নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল হক চৌধুরী বলেন, ‘আমি নোয়াখালীর ইতিহাসে এত বড় পথসভা দেখি নাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌর মেয়র উপজেলা সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলার নেতা ডা. জাফর উল্যাহ ও স্থানীয় চেয়ারম্যানরা।