• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

সর্বোচ্চ ভ্যাট পরিশোধে সম্মাননা পেল ১৪৪ প্রতিষ্ঠান

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

সর্বোচ্চ ভ্যাট পরিশোধের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানসহ মোট ১৪৪ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৬-১৭ অর্থবছরের জন্য এ সম্মাননা দেয়া হয়।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা প্রদান করে এনবিআর। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২১-২০২২ অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে। এ উদ্দেশে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

এর আগে সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ের সামনে ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এবারের ভ্যাট সপ্তাহের স্লোগান- ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশে হচ্ছে উন্নয়ন’।

এতে তিনি বলেন, আমাদের ডিপার্টমেন্টগুলোকে অটোমেশন (স্বয়ংক্রিয়) করা জরুরি। সহকর্মীদের কাছে আবেদন, যার যার দায়িত্ব পালন করবেন। অটোমেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভ্যাট-ট্যাক্সের নির্ভুল হিসাব পাওয়া যাবে।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, রাজস্ব আদায় করতে গিয়ে যাতে কোনো ব্যবসায়ী হয়রানির মুখে না পড়েন, সে ব্যাপারে এনবিআরকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের কাছ থেকে কেবল আইনগতভাবে রাজস্ব আদায় করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।