• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই : শেখ হাসিনা সহজে এলডিসি উত্তরণে সুইডেনের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না’ অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছি সরকার শিক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিক করেছে: প্রধানমন্ত্রী অনেক হিরার টুকরা ছড়িয়ে আছে, কুড়িয়ে নিতে হবে বারবার ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আ. লীগ নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ ভারতের সঙ্গে বাংলাদেশের ১০ চুক্তি সই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা হাসিনা-মোদী বৈঠক আজ সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান

২৪২২ নার্স নিয়োগের ফল প্রকাশের সময় জানাল পিএসসি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ মে ২০২৪  

১০ম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জন নিয়োগে লিখিত পরীক্ষার ফল চলতি মাসে প্রকাশ করা হতে পারে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।
পিএসসির কর্মকর্তা বলেন, পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের কাজ শেষে এরইমধ্যে কম্পিউটার শাখায় জমা দেয়া হয়েছে। ফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, চলতি মাসে ফল প্রকাশ করা সম্ভব হবে।

২ হাজার ৪২২ নার্স পদে নিয়োগ কার্যক্রম কবে শেষ হতে পারে- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা শেষে এ বছরই এ পদের নিয়োগ কার্যক্রম শেষ হবে।

পিএসসি ১০ম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জন নিয়োগে গত বছরের ৬ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরমধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের জন্য ৫৫ জন ডিপ্লোমা নার্স নেয়া হবে।

সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকা বাধ্যতামূলক ছিল।

সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদটি ১০ম গ্রেডের। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।