• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই : শেখ হাসিনা সহজে এলডিসি উত্তরণে সুইডেনের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না’ অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছি সরকার শিক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিক করেছে: প্রধানমন্ত্রী অনেক হিরার টুকরা ছড়িয়ে আছে, কুড়িয়ে নিতে হবে বারবার ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আ. লীগ নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ ভারতের সঙ্গে বাংলাদেশের ১০ চুক্তি সই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা হাসিনা-মোদী বৈঠক আজ সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান

সিনেমার টাকায় নির্মাণ হবে পথশিশুদের স্কুল

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

‘পাঠশালা’ শুধুই শিশুতোষ ছবি নয়। ভালো গল্পের একটি বিনোদনমূলক ছবি নির্মাণ করতে চেয়েছেন ছবির দুই পরিচালক ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম। এমনকি কেবল বিনোদন জোগাতেই এ ছবি তৈরি করেননি তারা। স্বপ্নচারী এক পথশিশুর গল্প ঘিরে নির্মিত এ ছবির টাকায় পথশিশুদের জন্য করা হবে স্কুল।

গত শুক্রবার ঢাকার দুটি সিনেপ্লেক্সে মুক্তি পায় শিশুতোষ ছবি ‘পাঠশালা’। এ ছবির মধ্য দিয়ে অনেক বছর পর বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হলো আরো একটি শিশুতোষ ছবি।

‘পাঠশালা’ ছবিটির স্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’। এ উদ্দেশ্যকে সামনে রেখে চলচ্চিত্রটির প্রচারণা ও প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। টিকিট বিক্রি থেকে পাওয়া ১০ শতাংশ অর্থ ব্যয় হবে পথশিশুদের স্কুল তৈরির কাজে। পরিচালকেরা মনে করেন, ছবিটি দেখে পথশিশুদের স্কুল করায় অবদান রাখতে পারবেন দর্শকেরা।

তাদের কাছে জানতে চাওয়া হয়, ‘পাঠশালা’ ছবির পরিচালক দুজন কেন? তারা বলেন, গাড়ির মেরামতশালায় কাজ করলেও ছবির মানিকের মন পড়ে থাকত পাঠশালায়। একইভাবে, ফরমায়েশি কাজ করলেও আমাদের মন পড়ে থাকত সিনেমার দিকে। স্বপ্ন ছিল নিজেরা একদিন চমৎকার সব ছবি বানাব।’ অবশেষে অনেক চড়াই-উতরাই পেরিয়ে পর্দা আলো করল দুই পরিচালকের ছবিটি।

 

1.সিনেমার টাকায় নির্মাণ হবে পথশিশুদের স্কুল

শুরুতে শুধু ঢাকার দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, পরে আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পাঠশালা’। মুক্তির প্রথম চার দিন দর্শক তুলনামূলক কম থাকলেও স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে দর্শক বেড়ে যাবে বলে মনে করছেন পরিচালকেরা।

‘পাঠশালা’ সিনেমার গল্পে দেখানো হয় মানিক নামের এক মেধাবী শিশুর গল্প। জীবিকার তাগিদে স্কুল ছেড়ে তাকে চলে আসতে হয় ঢাকায়। কাজ নিতে হয় একটি গাড়ি মেরামতশালায়। এই সংগ্রামী জীবনের মধ্যে দিয়েও সে স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাবিব আরিন্দা ও ইমা আক্তার। অন্য চরিত্রে অভিনয় করেছেন নাজমুল হুসেইন, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন, আমিরুল ইসলাম প্রমুখ।

ইতিমধ্যে জার্মানির সানলাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানাডার কিডস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের লিফট ইন্ডিয়া ও পুনেতে প্রদর্শিত হয়েছে ছবিটি।