• বুধবার ০৩ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৫ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ সব বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করবো: প্রধানমন্ত্রী কিছু আঁতেল সবকিছুতেই সমালোচনা করেন: শেখ হাসিনা এই বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা সরকারের বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ : শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব: প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই : শেখ হাসিনা সহজে এলডিসি উত্তরণে সুইডেনের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

সাগরে ভাসতে থাকা বোতলের তরল পান করে প্রাণ গেল ৪ জেলের

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

সাগরে মাছ ধরতে গেলে জালে উঠে আসে কয়েকটি বোতল। জাল ছাড়িয়ে বোতলগুলো হাতে নিলে ভেতরে তরল দেখতে পান জেলেরা। মদ ভেবে ওইসব বোতলে থাকা তরল পান করেন জেলেরা। এতে চারজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন।

শ্রীলঙ্কা উপকূলীয় ভারত সাগরে ঘটনাটি ঘটেছে বলে রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

শ্রীলঙ্কার মৎস্য ও জলজসম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাওয়াট্টা  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটির জাতীয় গণমাধ্যম আদা ডেরানাকে তিনি জানান, জেলেরা কিছু বোতল ওই এলাকায় কর্মরত অন্যান্য জেলেদেরও দিয়েছে। বোতলের তরল পান না করতে তাদেরকে জানানোর চেষ্টা চলছে।  

মি. কাহাওয়াট্টা আরও জানান, সাগরে ভাসতে থাকা বোতলগুলোতে কোন ধরনের তরল ছিল এবং এসব বোতলের প্রস্তুতকারক কে বা কারা তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানায়, দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে ভাসতে থাকা বোতলগুলো কুড়িয়ে নেন ‘ডেভন’ নামে নৌকার ৬ জেলে। এসব বোতলে মদ ছিল ভেবে পান করেন তারা।

এদিকে, তীরে আনার আগেই বাকি দুই জেলের মৃত্যু হতে পারে আশঙ্কায় মাছধরার নৌকাতেই চিকিৎসার ব্যবস্থা করেছেন নৌবাহিনীর সদস্যরা।

নৌবাহিনী জানিয়েছে, আরেকটি নৌযান দিয়ে ডেভনকে কূলে টেনে আনা হচ্ছে। নৌকাটি ৪ জুন তেঙ্গল থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল।

এদিকে, এ ঘটনায় উপকূলীয় শহর তেঙ্গলে বিক্ষোভ হয়েছে। জীবিত থাকা জেলেদের দ্রুত উপকূলে নিয়ে আসার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।