• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ সব বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করবো: প্রধানমন্ত্রী কিছু আঁতেল সবকিছুতেই সমালোচনা করেন: শেখ হাসিনা এই বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা সরকারের বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ : শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব: প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই : শেখ হাসিনা সহজে এলডিসি উত্তরণে সুইডেনের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না’ অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছি

চরফ্যাশনে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ অভিযান

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত নিউ সিটি হার্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার ২৪ জুন দুপুর দুইটার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেক মূহিদ। এসময় ম্যাজিস্ট্রেট সালেক মূহিদ বেসরকারি নিউ সিটি হার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় হাসপাতালটির কার্যক্রম স্থগিত করে দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি লাইসেন্স না করা পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরফ্যাশন উপজেলা সদরসহ আসপাশে প্রায় ১৫টির মতো অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এসব মেডিকেল প্রতিষ্ঠান মালিকেরা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে এসব অনুমোদনহীন মেডিক্যাল প্রতিষ্ঠান দিয়ে ব্যবসার পাশাপাশি মানহীন সেবা ও যেকোনো রোগের সামান্য উপস্বর্গ নিয়ে গেলে এসব প্রতিষ্ঠান থেকে অখ্যাত চিকিৎসকের মাধ্যমে পরিক্ষা নিরিক্ষা দিয়ে রোগীদের হয়রানি ও প্রতারণা করে আসছে।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সালেক মূহিদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেডিকেল  প্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ভোক্তা অধিকার আইনের ৩৯ ধারায় মো.নাঈম নামের একজনকে ১৫ হাজার টাকা এবং একই অধ্যাদেশে ১৮৮২ ধারার ১৩ (২) এ মো.ইলিয়াসকে ৫হাজার টাকা জরিমানার পাশাপাশি হাসপাতাল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।