• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

ভোলায় বাগদা চিংড়ি ৫০ হাজার রেনু জব্দ করে নদীতে অবমুক্ত

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে ৫০ হাজার বাগদা ও গলদা চিংড়ির পোনা জব্দ করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
সোমবার রাতে ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার শিবপুর  ইউনিয়নের মেঘনা নদীর ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে এসব চিংড়ির রেণু জব্দ করে। পরে জব্দ করা চিংড়ির রেণু মেঘনা  নদীতে অবমুক্ত  করা হয়।

এসময় এর সঙ্গে জড়িত রাশেদ নামে এক যুবকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ভেলা সদর মডেল থানার এস আই জুয়েল ও সঙ্গী ফোর্স এস আই হাসান উপস্থিত ছিলন।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, ভোলা জেলা প্রশাসেকর নির্দেশে আমাদের ভোলা সদর মডেল থানার চৌকস পুলিশ বাহিনী ও মৎস অফিসের সহযোগিতায় ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে আমরা একটি দোকান ঘর থেকে চিংড়ি মাছে ৫০ হাজার রেনুপোনা জব্দ করেছি। পরবর্তীতে এই সব রেনুপোনা মেঘনা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এর সাথে জড়িত একজনকে ৫ হাজার টাকা জরিবানা করা হয়েছে।

রেনুপোনা শিকার বন্ধে পুলিশ,কোস্টগার্ড,নৌপুলিশ ও মৎস অফিসের অভিযান অব্যাহত আছে। যারা রেনুপোনা শিকারের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।