• সোমবার ০৮ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২৪ ১৪৩১

  • || ৩০ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
দ্বিপক্ষীয় সফরে চীনের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ সর্বজনীন পেনশনে যুক্ত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেখ হাসিনার পড়াশোনা নষ্ট করে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির টেকসই উন্নয়ন ত্বরান্বিতে কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে হবে সরকারের কৃষিবান্ধব নীতির ফলে টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে এমডি পদের জন্য এত লালায়িত কেন, কী মধু আছে: প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত তাদের খবরদারির মানসিকতা বদলে দিয়েছে: প্রধানমন্ত্রী নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী

মনপুরায় জ্যাকব এর নির্বাচনী প্রচারণার শুরুর দিনই জনতার ঢল

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য পরিবেশ,বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রতীক বরাদ্দের পর নির্বানী প্রচারনা মনপুরা থেকে শুরু করেছেন। তাকে বরণ করার জন্যে মনপুরার হাজার হাজার মানুষ অধিক আগ্রহ লঞ্চঘাটে উপস্থিত হন কাক ডাকা ভোরে। পুরোলঞ্চ ঘাট জনতায় একাকার হয়ে গেছে। উন্নয়নের বরপুত্র হিসাবে স্থানীয় সন্তানকে লঞ্চ ঘাট থেকে মিছিলে মিছিলে  আকাশবাসাত ভাড়ী করে তোলেছেন মনপুরা বাসী। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতা তাকে ফুলে ফুলে সু-ঘ্রাণ দিয়ে গলায় মালা পড়িয়ে দিলেন। তিনি লিপলেট বিতরণ করে প্রথমই মনপুরা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মাধ্যমে দেয়া হয়েছে সংবর্ধনা।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন,‘শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রেখে নৌকা মার্কায় ভোট দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের জামানত হারাবে।’ ‘মেঘনার ভাঙ্গন রক্ষার কাজ চলছে। মনপুরাবাসীর প্রানের দাবী নদী ভাঙ্গনের হাত থেকে মনপুরাকে রক্ষা করা হয়েছে। উপজেলায় সকল রাস্তা পাকাকরনের কাজ চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে।
পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আরো বলেন বলেন, ২০০৮সালে নির্বাচনে আমি যে প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করেছি। যদি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে থাকি তাহলে আমাকে(নৌকা মার্কা) ভোট দিবেন। আমি চরফ্যাশনের উন্নয়নের কথা বলতে চাইনা। তা সাধারণ ভোটারের নজরে চোখের সামনে দৃশ্যমান রয়েছে। একারণে মাঠে এককভাবে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন সাধারণ মানুষ মাঠ-ঘাটে আমার নির্বাচনী কার্যক্রমের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পুরুষ-মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেছি। উন্নয়নের রূপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মনোয়নপত্র ক্রয় করেছেন। দলীয় টিকেট নৌকা প্রতীক নিয়ে চরফ্যাশনে আগমন করে গনসংযোগ শুরু করবেন। এই ভাবে প্রচার প্রচারণার চলতে থাকলে এবং উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌছানো হলে প্রতিপক্ষ বিএনপির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে আমাদের বিশ^াস। 
বিগত ১০ বছরে আমি আমার নির্বাচনী এলাকার অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমি ধন্য। আওয়ামীলীগ সরকার যেমনী উন্নয়ন করে তেমনী দারিদ্র মানুষের পাশে দাড়ায়। আওয়ামীলীগের ক্ষমতার ১০ বছরে এবারই সবচেয়ে বেশি টাকা আনা হয়েছে। সারা দেশের মধ্যে চরফ্যাশনে যে উন্নয়ণ করা হয়েছে ভোলা-৪(চরফ্যাশন-মনপুরার) মানুষ আমাকে কোন দিন ভূলতে পারবেনা। উন্নয়ন করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছি। আগামী নির্বাচনে নৌকা পক্ষে অবস্থান নেয়ার জন্যে সকলকে উদাত্ত আহবান জানান।

এ সময় প্রায় অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী উপমন্ত্রী জ্যাকব এমপি চরফ্যাশন-মনপুরায় নজর কাড়ারমত উন্নয়নে প্রতি আস্তাশীল হয়ে এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে অর্ধশতাধিক বিএনপি ও অংগসংঠনের নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। তাদের উদ্যেশ্যে উপমন্ত্রী বলেন, আপনারা আমার আমার উন্নয়ন দেখে এবং আওয়ামীলীগকে ভালবেসে যোগদান করেছেন। এলাকায় কোন বিশৃংখলা সৃষ্টি করা যাবেনা। বিএনপি হল সন্ত্রাসী রাজনীতি দল জ¦ালা-পোড়াও হত্যাসহ রাজনৈতিক প্রতিহিংসা করে এলাকায় অরাজগতা সৃষ্টি করে পরিবেশ বিনষ্ট করাই তাদের কাজ। বিএনপির চরফ্যাসনে দু‘জনকে মনোয়ন দিয়েছে আবার একে অপরকে অবাঞ্চিত ঘোষণা দিয়ে মনোয়ন দেয়া প্রর্থীর বাসাবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে প্রশাসনকে হয়রানী করা হচ্ছে। তাদেরকে আগামী ৩০ ডিসেম্বর প্রত্যাখান করে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে বাকী উন্নয়ন কাজ অব্যহত রাখার উদাত্ত আহবান করা হয়।
আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর,সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবু আকাতর, যুবলীগের সভাপতি ,সম্পাদক ছাত্রলীগের সভাপতি,সম্পাদকসহ উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।