• মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২৪ ১৪৩১

  • || ০১ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
দ্বিপক্ষীয় সফরে চীনের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ সর্বজনীন পেনশনে যুক্ত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেখ হাসিনার পড়াশোনা নষ্ট করে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির টেকসই উন্নয়ন ত্বরান্বিতে কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে হবে সরকারের কৃষিবান্ধব নীতির ফলে টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে এমডি পদের জন্য এত লালায়িত কেন, কী মধু আছে: প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত তাদের খবরদারির মানসিকতা বদলে দিয়েছে: প্রধানমন্ত্রী নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী

ভিশন টুয়ান্টি টুয়ান্টি ওয়ান আজ কে স্বপ্ন নয় বাস্তব

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

ভোলায় `অপ্রিতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ` এই স্লোগানকে সামনে রেখে এক উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন কনসার্টকে কেন্দ্র করে ভোলায় এক উৎসব আমেজ সৃষ্টি হয়। বেশ কয়েকদিন ধরে ছিল সাজ সাজ রব। শহর-গ্রামগঞ্জ সর্বত্র আলোচনার বিষয় কনসার্ট। দুপুর না গড়াতেই মানুষের ঢল নামে ভোলা সরকারি স্কুল মাঠে। হাজার হাজার মানুষ। সন্ধ্যার পর বিশাল জনসমুদ্র। সোমবার ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে কনসার্টের উৎসবের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যতিক্রমী উৎসব উপভোগ করেন হাজার হাজার মানুষ। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে দারুণ আনন্দঘন হয়ে ওঠেছিল পরিবেশ। বিকেলে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকা থেকে আসা জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যায় অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সরকারের দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপস্থিতি আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। বিকাল সাড়ে ৪টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উন্নয়ন কনসার্ট। এর পর ভোলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা আঞ্চলিক গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন। সন্ধ্যায় মঞ্চে আসেন ঢাকার শিল্পীরা। অনিমা মুক্তি গমেজ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মমতাজের জন্য। জনপ্রিয় লোক গানের শিল্পী মঞ্চে ওঠেন সবার পরে। তার গাওয়া ‘পাঙ্খা পাঙ্খা’ ‘বুকটা ফাইট্যা যায়’ ইত্যাদি গানের সঙ্গে কণ্ঠ মেলান ভক্তরা। অনুষ্ঠানে আরো ছিল লেজার শো। আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে রাতের আকাশ। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিষেশ অতিথির বক্তেব্য রাখেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিকি, পুলিশ সুপার মোকতার হেসেন। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. হারুন অর রশিদ, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এমদাদুল হক মিলন, এ টি এন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তাগণ কনসার্টে বিভিন্ন শিল্পীর গান উপভোগ করেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছি। ২০০৮-এর নির্বাচনের আগে তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ। স্বপ্ন দেখিয়েছিল ২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ভিশন টুয়ান্টি টুয়ান্টি ওয়ান আজ কে স্বপ্ন নয় বাস্তব। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, খেলাধুলা, সংস্কৃতি চর্চা এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি নির্দেশ দিয়েছেন, সাংস্কৃতিক চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাও। আমরা সেই কাজ করে চলেছি।