• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে? ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামুলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট ইস্যুতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় মাদারীপুরে হচ্ছে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, খসড়া নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস দেশের ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দুর্নীতি করলে কারো রক্ষা নেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট পাস হচ্ছে আজ

আইফোনের স্ক্রিন ‘ফ্রিজ’ হয়ে গেলে দ্রুত কী করবেন?

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

অ্যান্ড্রোয়েড ফোনের চেয়ে আইফোন ব্যবহার করা মানে অনেকটাই নিশ্চিন্তে থাকা। কারণ অ্যান্ড্রোয়েড ফোনে হ্যাং হওয়া থেকে শুরু করে নানা সমস্যা দেখা দিতে পারে যে কোনো সময়ে।

তবে আইফোন ব্যবহার করতে গিয়েও অনেক ইউজারই সাধারণ কিছু সমস্যার সম্মুখীন হন। যার মধ্যে আইফোনের স্ক্রিন ফ্রিজ বা ফ্রোজেন হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই বিচলিত হয়ে পড়েন।

এক্ষেত্রে আইফোন ব্যবহারের সময় হঠাৎ করেই ফোনের স্ক্রিন কাজ করা বন্ধ করে দেয়। একদম যেন থেমে যায় আইফোনের স্ক্রিন। এই বিষয়টিকে হ্যাং করাও বলেন কেউ কেউ। এ ধরনের সমস্যা হলে অযথা উদ্বিগ্ন না হয়ে বরং আইফোনের যত্ন নিন। আর দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কী কী কারণে আইফোনের স্ক্রিন ‘ফ্রিজ’ হয়ে যায়?

>> ফোনে যথেষ্ট স্টোরেজ না থাকলে
>> কোনো কারণে ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে
>> সফটওয়্যার ঠিকভাবে অর্থাৎ লেটেস্ট মোডে আপডেট না করলে কিংবা
>> ফোনের সফটওয়্যার সংক্রান্ত কোনো সমস্যা হলে।

মূলত এসব কারণেই আইফোনের স্ক্রিন হঠাৎ কাজ করা বন্ধ করে দিতে পারে। তাই এসব সমস্যা আগে থেকেই খতিয়ে দেখা উচিত আইফোন ইউজারদের।

আইফোনের স্ক্রিন ‘ফ্রিজ’ হয়ে গেলে দ্রুত কী করবেন?

ফোন রিস্টার্ট দিন

সবার আগে ফোন রিস্টার্ট দেওয়ার চেষ্টা করুন। তারপর আবার পাওয়ার অন করুন। বেশিরভাগ ক্ষেত্রেই ফোন রিস্টার্ট করলে উল্লিখিত সমস্যা আর থাকে না।

সফটওয়্যার আপডেট দিন

এছাড়া আইফোনের সফটওয়্যার সঠিক সময়ে সঠিক ভার্সানে আপডেট করে রাখুন। না হলে হঠাৎ করেই সমস্যা দেখা দিতে পারে। তাই সফটওয়্যার আপডেট করে রাখা খুবই জরুরি।

স্টোরেজ খালি রাখুন

ফোনের স্টোরেজ খালি করতে হবে। অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস ফোনে না রাখাই ভালো। ফলে ফোন স্লো হয়ে যেতে পারে। তাই স্টোরেজ স্পেস খালি রাখার চেষ্টা করুন।

ফোন রিসেটিং- রিস্টোর করুন

এছাড়া আইফোনের সেটিংস অপশনে গিয়ে ফোন রি সেটিং করে দেখতে পারেন। এর পাশাপাশি ফোন রিস্টোর করাও জরুরি। তবে রিস্টোর করার আগে অতি অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখা প্রয়োজন।